https://www.facebook.com/nokolganbiggan.html" target="_blank"> photo facebook_zpsbf370aca.png

Friday, February 22, 2013

কম্পিউটারে মজার একটি ভাইরাস বানান (ডিভিডি রম ভেল্কি)

আজ আমি আপনাদের জানাবো একটি সুন্দর কম্পিউটার ভেল্কিবাজি ( trick ) । 
আমরা সবাই আমাদের বন্ধুবান্ধবদের সাথে মজা করতে পছন্দ করি । আমি আজ এমনই চোখ ধাঁধানো একটি ট্রিক শেখাবো । হয়তো অনেকেই এটি সম্পর্কে জানেন । যাহোক, কথা বাড়াবো না । 

আমাদের কম্পিউটারে ডিভিডি বা সিডি রমকে নিয়ে আজকের এই ট্রিক। এই ট্রিকটি দিয়ে আপনি যে কারো কম্পিউটারে একটি অক্ষতিকর মজার ভাইরাস ঢুকিয়ে দিতে পারেন । এই ট্রিক আপনার কম্পিউটারের সিডি কিংবা ডিভিডি রমকে একবার বের করবে , আবার বন্ধ করবে , এভাবে অগণিতবার হতে থাকবে যতক্ষণ পিসি রিস্টার্ট দেওয়া না হবে ।
যেভাবে এটি করতে পারেন...... নিচের এই কোডটি কপি করুন

Set oWMP = CreateObject("WMPlayer.OCX.7" )
Set colCDROMs = oWMP.cdromCollection
if colCDROMs.Count >= 1 then
do
For i = 0 to colCDROMs.Count - 1
colCDROMs.Item(i).Eject
Next ' cdrom
For i = 0 to colCDROMs.Count - 1
colCDROMs.Item(i).Eject
Next ' cdrom
loop
End If

এটি কপি করে আপনার কম্পিউটারে স্টার্ট বাটনে গিয়ে সার্চ করে নোটপ্যাড খুলুন ।
এরপর উপরের কপি করা টেক্সট গুলো পেস্ট করুন, ছবি দেখুনঃ


যেকোনো নাম দিয়ে সেভ করুন কিন্তু নামের পর .vbs দিন । ( উদাঃ anything.vbs ) । যেহেতু আপনি বন্ধুদের মজা নিতে এটি করবেন তাই, মজাদার কোন নাম দিন যেন তারা এটি দেখে ক্লিক করে ।
ব্যাস, এইবার ডেক্সটপ এ সেভ করুন ।
ডাবল ক্লিক করে ডিভিডি রমের দিকে দেখুন কি হয় ।

ভয় পাবেন না, পিসি রিস্টার্ট দিলে আবার সব ঠিক হয়ে যাবে ।

Thursday, February 21, 2013

ডিজিটালপ্রজন্ম: হ্যাকিংয়ের হাত থেকে বাঁচুন


হ্যাকিংয়ের হাত থেকে বাঁচুন, খুব কাছেই আছে



আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব বেশ পরিচিত এবং বহুল ব্যাবহৃত একটি হ্যাকিং পদ্ধতির সাথে। আপনার সবারই এ বিষয়ে কিছু ধারনা আছে। পদ্ধতি টি হলো “পিশিং” অনেকে আবার একে অনেক নামে ডেকে থাকেন। এই পদ্ধতিটি বিশ্বের নামি দামী হ্যাকাররাও ব্যাবহার করে থাকে। এই ফাঁদে পা দেওয়া অনেক সহজ। আপনার অজান্তেই হ্যাক হয়ে যাবে আপনার একাউন্ট।


এই পদ্ধতিতে মূলত মূল সাইটের মতো করেই হুবহু আরেকটা নকল সাইট তৈরি করা হয়। এই নকল সাইটে লগিন করলেই আপনার পাসওয়ার্ড চলে যাবে হ্যাকার দের হাতে। আপনারা অনেকেই হয়তো পা দিয়েছেন এই ফাঁদে।

পিশিং সাইট যেভাবে তৈরি করা হয়:
এ ধরনের সাইট তৈরি করতে হ্যাকাররা প্রথমে মুল সাইটের মতো করে আরেকটা সাইট তৈরি করে। নকল সাইট বানাতে তারা ঐ সাইটের লগিন পেজ মানে হোম পেজের HTML কোড বের করে। কোন পেজের HTML কোড বের করার বিভিন্ন সফটওয়্যার ও অনলাইন টুল আছে। তারপর তারা ঐ পেজের লগিন এরিয়াকে মেইল সেন্ডারে রুপান্তরিত করে (যেটাকে আমরা নিজেদের সাইটে email to admin হিসেবে ব্যাবহার করে থাকি)। তারা ইউজার নেম এরিয়াকে মেইলের সাবজেক্ট ও পাসওয়ার্ড এরিয়াকে মেইলের মুল অংশ এবং লগিন বাটন কে সেন্ড বাটন হিসেবে সেট করে। এখন সাইট টিতে লগিন করলেই আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড চলে যাবে হ্যাকারদের ইমেইলে।

যেভাবে পিশিংয়ের ফাঁদে ফেলা হয়:
ধরুন আপনার যে ইমেইল ঠিকানা দিয়ে ফেসবুক বা অন্য কোন সাইটে রেজিষ্টেশন করা আছে। ঐ মেইলে আপনি ফেসবুক আপডেট পান। হ্যাকাররা ঠিক একই ধরনের মেইল লিখে আপনার মেইল ঠিকানায় পাঠাবে নকল সাইটের ইউ আর এল দিয়ে। তখন আপনি ওখানে ঢুকে লগিন করলেই আপনার নাম ও পাসওয়ার্ড পাচার হয়ে যাবে।

সুতরাং , জেনে শুনে মফিজ হবেন না :p  ।

পিশি থেকে বাঁচবেন যেভাবে:
1. অপনি নিশ্চিত হয়ে নিন যে আপনি মূল সাইটে লগিন করছেন। এজন্য সাইটের URL চেক করে নিন।
2. আপনার পাসওয়ার্ড ও নাম সেভ করা থাকলে। আপনার ব্রাউজার একমাত্র আসল সাইটেই তা প্রদর্শন করবে।
আজ আর নয়।
লেখার মধ্যে কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

Wednesday, February 20, 2013

How to Download All Your Facebook Data ( যেভাবে আপনার ফেসবুক ডাটা ডাউনলোড করবেন )





আমার প্রথম প্রকাশ এই ব্লগ এ ফেসবুক নিয়ে

এটা আমার ব্লগ এর জগতে সম্পূর্ণ নতুন পদার্পণ এবং তেমন অভিজ্ঞতা বা জ্ঞান কোনটাই আমার নেই, শুধুমাত্ত্র কৌতূহল থেকেই এখানে একটু টাইম পাস এর জন্য এবং শিখার জন্য ব্লগিং ( জানিনা ঠিক বলছি কিনা ) করে দেখার প্রচেষ্টা, ভুল ত্রুটি মাফ করেবেন।

ব্লগের নাম এর আদলেই আমার ইচ্ছে হল আজ এই প্রথম রচনা একটা টিপস দিয়ে শুরু করেতে, আজ আমি আমাদের ইন্টারনেট প্রেমীদের অবিচ্ছেদ্য যোগাযোগ মাধ্যম ফেসবুক এর সম্পর্কে পূরানো কিন্তু জরুরি একটি টিপস দিতে চাইছি। আশা করি এগুলা আপনাদের কাছে অজানা নয় ।

আপনি কি জানেন, ফেসবুক এর অ্যাকাউন্ট থেকে আপনার সব ব্যাক্তিগত তথ্য , অ্যালবাম, ভিডিও, ওয়াল পোস্ট এবং সকল ম্যাসেজ ইচ্ছা করলেই আপনি ডাউনলোড করে নিতে পারেন ? ও হ্যাঁ, অবশ্যই ফ্রী ! :p

Download Facebook Archives

ফেসবুকে লগইন করার পর, উপরে ডান দিকে কোনায় যান। সেটিং এ যান ,এবং ডাউনলোড ইউর ডাটা তে চাপ দিন > Go to Account Settings and click the link “Download a copy of your Facebook data”.
এটি ক্লিক করার পর, আপনি আপনার সকল তথ্য ডাউনলোড করতে পারবেন ( Facebook Archives. ) নিচে দেখুন...

এটি ক্লিক করার পর, ফেসবুক আপনাকে জানাবে যে, আপনার সকল ডাটা তৈরি করতে একটু সময় লাগবে যেমন, ছবি, wall post messages etc. for download.

এটি নির্ভর করে আপনার কত পরিমান তথ্য ও বিভিন্ন ছবি এবং ভিডিও জমা আছে তার উপর । যত বেশি তথ্য, ছবি, ভিডিও, তত বেশি সময় লাগবে, এরপর যখন তথ্য রেডি হয়ে যাবে ফেসবুক থেকে আপনার মেইল এ ডাউনলোড লিঙ্ক পাঠানো হবে।

 

এভাবে আপনি আপনার সকল তথ্য ফেসবুক থেকে ডাউনলোড করে নিতে পারেন,

সতর্কীকরণ - আপনার সকল তথ্য সাবধানে রক্ষন করুন, মেইল থেকে ডাউনলোড করা সকল তথ্য আপনার একান্ত গোপনীয় লগইন, পার্সোনাল ডাটা ইত্যাদি বহন করে । তাই সাবধান ! 

ধন্যবাদ, ত্রুটিযুক্ত লিখা থাকলে বা পরতে অসুবিধা হলে মাফ করবেন ।